মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়

হাদীস নং: ১৪৩
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: হিদায়েতের দিকে দাওয়াত, উত্তম আমল ও এর উপর যুক্তি পেশ করা, দুই দলের শত্রুতা দুর করে মধ্যস্থতা ও সংশোধন করা
১৪৩. হযরত মু‘য়ায ইবন জাবাল (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেন, হে মু‘আয। আল্লাহর কসম, তোমার হাতে যদি শিরককারীদের পরিবারের একটি লোককেও আল্লাহ্ হিদায়েত দেন, তবে তোমার জন্য লাল উটের চাইতেও অধিকতর উত্তম হাদীয়া রয়েছে।
كتاب البر والصلة
باب الترغيب في الدعوة إلى الهدى وأعمال الخير والدلالة عليها والشفاعة واصلاح ذات البين
عن معاذ بن جبل أن النبي صلى الله عليه وسلم قال يا معاذ أن يهدى (3) الله على يديك رجلا من أهل الشرك خير لك من أن يكون لك حمر النعم

হাদীসের ব্যাখ্যা:

নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আল্লাহর শপথ! আল্লাহ তোমার মাধ্যমে কোনও এক ব্যক্তিকে হিদায়াত দান করলে তা তোমার জন্য একদল লাল উট অপেক্ষাও উত্তম। তুলনাটা লাল উটের সঙ্গে করা হয়েছে এ কারণে যে, আরবদের কাছে লাল উটই ছিল সর্বাপেক্ষা দামী সম্পদ। এমনিতে তো আখিরাতের নি'আমতের বিপরীতে দুনিয়ার সর্বাপেক্ষা দামী সম্পদও কোনও তুলনায় আসে না। অনন্ত আখিরাতের সর্বাপেক্ষা ক্ষুদ্র নি'আমতও দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা-কিছু আছে তারচে' শতকোটি গুণ শ্রেয়। তা সত্ত্বেও এ তুলনা করা হয়েছে কেবল আখিরাতের নি'আমতের শ্রেষ্ঠত্ব সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার জন্য। কেননা কোনও বিষয় যদি তুলনা ও উদাহরণ দ্বারা বোঝানো হয়, তবে শ্রোতার কাছে তা বেশি স্পষ্ট হয়।

হাদীস থেকে শিক্ষণীয়ঃ

ক. এ হাদীছ দ্বারা জানা যায় মানুষকে হিদায়াতের দা'ওয়াত দেওয়া কত বড় ফযীলতের কাজ।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান