মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
হাদীস নং: ১৪০
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: হিদায়েতের দিকে দাওয়াত, উত্তম আমল ও এর উপর যুক্তি পেশ করা, দুই দলের শত্রুতা দুর করে মধ্যস্থতা ও সংশোধন করা
১৪০. হুযায়ফা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলের (ﷺ) যুগে জনৈক ব্যক্তি দান প্রার্থী হলো অথচ গোত্রের লোকেরা তাকে ফিরিয়ে দিল, অতঃপর এক ব্যক্তি তাকে দান করলো এবং গোত্রের লোকেরা তাকে দান করলো। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, যে ব্যক্তি কোন ভাল কাজের প্রচলন করে, পরে কেউ তার অনুসরণ করে, তার জন্য পরবর্তীতে আমলকারীর পুরস্কারের সমপরিমাণ ছাওয়াব লিপিবদ্ধ করা হবে। এতে তাদের পুরস্কারে কোন ঘাটতি হবে না।
كتاب البر والصلة
باب الترغيب في الدعوة إلى الهدى وأعمال الخير والدلالة عليها والشفاعة واصلاح ذات البين
عن حذيفة قال سأل رجل على عهد النبي صلى الله عليه وسلم فأمسك القوم ثم أن رجلا أعطاه فأعطى القوم فقال النبي صلى الله عليه وسلم من سن خيرا فاستن به كان له أجره ومن أجور من تبعه غير منتقص من أجورهم شيئا ومن سن شرا فاستن به كان عليه وزره ومن أوزار من تبعه غير منتقص من أوزارهم شيئا