মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়

হাদীস নং: ৭৯
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: প্রতিবেশীর প্রতি অনুগ্রহ প্রদর্শন করা
৭৯. 'আইশা (রা) নবী করিম (ﷺ) থেকে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। কিন্তু সেখানে 'সে যেন ভাল কথা বলে', অথবা 'নীরব থাকে', এর পরিবর্তে 'চুপ থাকা' শব্দ এসেছে।
كتاب البر والصلة
باب الترغيب في الإحسان إلى الجار
عن عائشة رضي الله عنها عن النبي صلى الله عليه وسلم مثله إلأا أن فيه فليقل خيرا أو ليصمت بدل يسكت
tahqiqতাহকীক:তাহকীক চলমান