মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়

হাদীস নং: ৭৬
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
অনুচ্ছেদ: ইয়াতীমের লালন পালন, তার প্রতি ইহসান করা, তার মাথা মসেহ করা এবং মিসকিন ও বিধবাদের রক্ষণাবেক্ষণের প্রতি উৎসাহ প্রদান
৭৬. আবু উমামা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, যে ব্যক্তি ইয়াতীমের মাথা মাসেহ করবে, আর তা করবে আল্লাহর সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে এবং তার হাত যতগুলো চুলের মধ্যে লাগবে, এর প্রত্যেকটির জন্য নেকী লেখা হবে। আর যে ব্যক্তি কোন ইয়াতীম ছেলে অথবা মেয়ের সাথে উত্তম ব্যবহার করবে, সে ও আমি জান্নাতে এভাবে থাকব; এ কথা বলে তিনি তাঁর নিজের তর্জনী ও মধ্যমা অঙ্গুলীর মধ্যে ফাঁক করে দেখান।
كتاب البر والصلة
باب الترغيب في كفالة اليتيم والإحسان إليه ومسح رأسه والسهر على الأرملة والمسكين
عن أبي أمامة أن رسول الله صلى الله عليه وسلم قال من مسح رأس يتيم لم يمسحه إلا الله وكان بكل شعرة مرت عليها يده حسنات ومن أحسن إلى يتيمة أو يتيم عنده كنت أنا وهو في الجنة كهاتين وفرق بين اصبعيه السبابة والوسطى
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৭৬ | মুসলিম বাংলা