মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়
হাদীস নং: ৪৮
নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়
পরিচ্ছেদ: উত্তম নেক আমলের অভ্যাস করা এবং এর বিপরীত অভ্যাস ত্যাগ করার প্রতি উৎসাহ প্রদান
৪৮. শায়বা আল খুদারী থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা 'উমর ইবনে 'আবদুল আজিজ (রা)-এর নিকট ছিলাম। আমাদের নিকট উরওয়া ইবনে যুবাইর (র) হাদীস বর্ণনা করেছেন। তিনি 'আইশা (রা) থেকে বর্ণনা করেন। 'আইশা (রা) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তিনটি জিনিসের উপর শপথ কর। ইসলামের মধ্যে যার অংশ নেই, আল্লাহ্ তাকে ঐ ব্যক্তির মত করবেন না যার অংশ রয়েছে। ইসলামের অংশ তিনটি: ফরয নামায, রমযানের রোযা ও যাকাত দান, দুনিয়াতে আল্লাহকে যে অভিভাবক হিসাবে গ্রহণ করে, কিয়ামতের দিন আল্লাহ তার অভিভাবকত্ব অন্যের কাছে ন্যস্ত করবেন না। আর যে ব্যক্তি দুনিয়াতে কাউকে ভালবাসে, আখিরাতে সে তার সাথে একত্রে অবস্থান করবে। অর্থাৎ যে ব্যক্তি ভাল মানুষের সাথে সম্পর্ক রাখবে, সে তাদের দলে থাকবে; আর যে খারাপ লোকের সাথে সম্পর্ক রাখবে, সে তাদের সাথেই থাকবে। চতুর্থ তুমি যদি এসবের উপর শপথ কর, তাহলে তুমি এমনভাবে ফিরে আসবে, যাতে তোমার কোন অপরাধ থাকবে না। দুনিয়াতে কোন ব্যক্তি যদি অন্যের কোন দোষ-ত্রুটি গোপন রাখে, তবে আল্লাহ্ কিয়ামতের দিন তার দোষ-ত্রুটি গোপন রাখবেন। 'উমর ইবনে 'আবদুল আযীয (র) বলেন, তোমরা যখন এরূপ হাদীস শুনবে, যেরূপ হাদীস উরওয়াহ (রা) 'আয়েশা (রা)-এর নিকট থেকে বর্ণনা করেছেন, তোমরা তা সংরক্ষণ করবে।
كتاب الترغيب في صالح الأعمال
باب في الترغيب في خصال مجتمعه من أفضل أعمال البر والنهي عن ضدها
عن شيبة الحضرمي قال كنا عند عمر بن عبد العزيز فحدثنا عروة بن الزبير عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم قال ثلاث أحلف عليهن لا يجعل الله عز وجل من له سهم في الاسلام كمن لا سهم له فاسهم الاسلام ثلاثة الصلاة (2) والصوم والزكاة ولا يتولى الله عز وجل عبدا في الدنيا فيوليه غيره يوم القيامة ولا يحب رجلا قوما إلا جعله عز وجل معهم (3) والرابعة لو حلفت عليها رجوت أن لا آثم لا يستر الله عز وجل عبدا في الدنيا إلا ستره يوم القيامة فقال عمر بن عبد العزيز إذا سمعتم مثل هذا الحديث من مثل عروة يرويه عن عائشة عن النبي صلى الله عليه وسلم فاحفظوه