মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়

হাদীস নং: ৪৬
নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়
পরিচ্ছেদ: উত্তম নেক আমলের অভ্যাস করা এবং এর বিপরীত অভ্যাস ত্যাগ করার প্রতি উৎসাহ প্রদান
৪৬. আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। একদা জনৈক ব্যক্তি তার নিকট এসে বলল, আপানি আমাকে উপদেশ দিন। আবু সাঈদ খুদরী (রা) বললেন, তুমি এমন প্রশ্ন করেছ, যা আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে পূর্বেই করেছিলাম। রাসুলুল্লাহ (ﷺ) বলেন, আল্লাহকে ভয় করবে, এটা প্রত্যেক জিনিষের মূল। তোমাদের জন্য জিহাদ করা ফরয, এটি ইসলামের বৈরাগ্য। তুমি আল্লাহর যিকির ও কুরআন তেলাওয়াত করবে, এটা আকাশে তোমাকে শান্তি দেবে এবং যমীনে তোমাকে স্মরণ করবে।
كتاب الترغيب في صالح الأعمال
باب في الترغيب في خصال مجتمعه من أفضل أعمال البر والنهي عن ضدها
عن أبي سعيد الخدري أن رجلا جاءه فقال أوصني فقال سألت عما سألت عنه رسول الله صلى الله عليه وسلم من قبلك أوصيك بتقوى الله فإنه رأس كل شيء (6) وعليك بالجهاد فإنه رهبانية الإسلام (7) وعليك بذكر الله وتلاوة القرآن فإنه روحك (8) في السماء وذكرك في الأرض
tahqiqতাহকীক:তাহকীক চলমান