মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়

হাদীস নং: ৩৪
নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়
পরিচ্ছেদ: উত্তম নেক আমলের অভ্যাস করা এবং এর বিপরীত অভ্যাস ত্যাগ করার প্রতি উৎসাহ প্রদান
৩৪. সুলায়ম ইবন আমির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন আমি আবু উমামা (রা) থেকে শুনেছি, আবু উমামা (রা) বলেন, বিদায় হজ্জের দিন রাসূলুল্লাহ (ﷺ) জনগণের উদ্দেশ্যে জুদআ নামকস্থানে তাঁর বাহনের উপর তাঁর পদদ্বয় লম্বা করে খুতবা দিতে শুনেছি। তিনি বললেন, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? তখন দলের শেষ ব্যক্তি বললো, আপনি বলুন। এ সময় রাসুলুল্লাহ (ﷺ) বললেন, তোমরা তোমাদের রবের ইবাদত করবে, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে, রমযান মাসে রোযা রাখবে, তোমাদের মালের যাকাত দেবে এবং তোমাদের আমীরের আনুগত্য করবে, তাহলে তোমরা তোমাদের রবের জান্নাতে প্রবেশ করতে পারবে। আমি বললাম, হে আবু উমামা! আপনি এ হাদীস কখন শুনেছেন? তিনি বললেন, যখন আমার বয়স ছিল ত্রিশ বছর।
كتاب الترغيب في صالح الأعمال
باب في الترغيب في خصال مجتمعه من أفضل أعمال البر والنهي عن ضدها
عن سليم بن عامر قال سمعت أبا أمامة سمعت رسول الله صلى الله عليه وسلم يخطب الناس في حجة الوداع وهو على الجدعاء واضع رجله في غراز الرحل يتطاول يقول ألا تسمعون فقال رجل من آخر القوم ما تقول؟ قال اعبدوا ربكم وصلوا خمسكم وصوموا شهركم وأدوا زكاة أموالكم وأطيعوا إذا أمركم (10) تدخلوا جنة ربكم قلت فمذ كم سمعت هذا الحديث يا أبا أمامة؟ قال وأنا ابن ثلاثين سنة
tahqiqতাহকীক:তাহকীক চলমান