মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়
হাদীস নং: ২৮
নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়
পরিচ্ছেদ: উত্তম নেক আমলের অভ্যাস করা এবং এর বিপরীত অভ্যাস ত্যাগ করার প্রতি উৎসাহ প্রদান
২৮. আবু মুরাবিহ (র) থেকে বর্ণিত। তিনি আবু যর (রা) থেকে বর্ণনা করেন। আবু যর (রা) বলেন, একদা আমি রাসূলুল্লাহ (ﷺ)কে জিজ্ঞেস করলাম, কোন কাজটি সবচেয়ে উত্তম? তিনি বললেন, আল্লাহর প্রতি ঈমান আনা ও আল্লাহর পথে জিহাদ করা। আমি পুনরায় প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল (ﷺ)। কোন ধরনের ক্রীতদাস মুক্ত করা সবচেয়ে উত্তম? তিনি বললেন, যে দাসের মূল্য বেশী এবং যে আল্লাহর নিকট অধিক উত্তম। সে বললো, যদি আমি তা না পাই? তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, কোন কারিগর বা শিল্পীকে সাহায্য করবে, অথবা তুমি দক্ষ হলে তাকে শিক্ষা দেবে।
كتاب الترغيب في صالح الأعمال
باب في الترغيب في خصال مجتمعه من أفضل أعمال البر والنهي عن ضدها
عن أبي مراوح عن أبي ذر قال قلت يا رسول الله أي العمل أفضل قال إيمان بالله تعالى وجهاد في سبيله قلت يا رسول الله فأي الرقاب أفضل؟ قال أنفسها عند الله واغلاها ثمنا قال فإن لم أجد قال تعين صانعا أو تصنع لأخرق (10) وقال فإن لم استطع؟ قال كف أذاك عن الناس فإنها صدقة تصدق بها عن نفسك