মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়
হাদীস নং: ২০
নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়
পরিচ্ছেদ: সাধারণভাবে আনুগত্য ও নেক আমল করার জন্য উৎসাহ প্রদান
২০. জাবির (রা) থেকে বর্ণিত। নবী করিম (ﷺ)-এর নিকট নু'মান ইবনে কাওকালের পিতা এসে বলে, হে আল্লাহর রাসূল (ﷺ)। আমি যদি হালালকে হালাল মনে করি এবং হারামকে হারাম মনে করি, ফরয নামাযগুলো যথাযথভাবে আদায় করি এবং এর চেয়ে বেশী কিছু না করি, তবে কি আমি জান্নাতে যেতে পারবো? এ ব্যাপারে আপনার অভিমত কি? তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, হ্যাঁ, তুমি জান্নাতে যেতে পারবে।
كتاب الترغيب في صالح الأعمال
باب في الترغيب في أعمال البر والطاعة مطلقا
عن جابر قال أتى النبي صلى الله عليه وسلم والد النعمان بن قوفل (8) فقال يا رسول الله أرأيت إن حللت الحلال وحرمت الحرام (9) وصليت المكتوبات ولم أزد على ذلك أأدخل الجنة؟ فقال رسول الله صلى الله عليه وسلم نعم