মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

মধ্যম পন্থা অবলম্বন করা অধ্যায়

হাদীস নং: ২৭
মধ্যম পন্থা অবলম্বন করা অধ্যায়
অনুচ্ছেদ: ওয়াজ বা নসিহতের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা
২৭. শাকীক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমরা মসজিদে 'আবদুল্লাহ ইবনে মাসউদের আগমনের অপেক্ষায় ছিলাম। সে সময় ইয়াযীদ ইবনে মুয়াবীয়া (রা) অর্থাৎ নাখয়ী এসে বললেন, আমি গিয়ে তাকে দেখে আসি, যদি সে ঘরে থাকে, তাহলে আমি তাকে বের করে তোমার কাছে নিয়ে আসব। এরপর তিনি অর্থাৎ 'আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) আসলেন এবং আমাদের সামনে দাঁড়িয়ে বললেন, তোমাদের অবস্থান সম্পর্কে আমাকে জানানো হয়েছে। কিন্তু তোমরা যাতে বিরক্ত হয়ে না যাও, সেজন্য আমি তোমাদের কাছে আসা পছন্দ করিনি। আর রাসূলুল্লাহ (ﷺ) উপদেশ দেওয়ার ক্ষেত্রে লক্ষ্য রাখতেন, যাতে আমরা বিরক্ত হয়ে না যাই।
كتاب الاقتصاد
باب الاقتصاد في الموعظة
عن شقيق قال كنا ننتظر عبدالله بن مسعود في المسجد يخرج علينا فجاء يزيد بن معاوية يعني النخمى قال فقال الا اذهب فانظر فإن كان في الدار لعلي أن اخرجه اليكم فجاءنا فقام علينا فقال أنه ليذكر لي مكانكم فما آتيكم كراهية أن أملكم لقد كان رسول الله صلى الله عليه وسلم يتخولنا بالموعظة كراهية السآمة علينا
tahqiqতাহকীক:তাহকীক চলমান