মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
মধ্যম পন্থা অবলম্বন করা অধ্যায়
হাদীস নং: ২৫
মধ্যম পন্থা অবলম্বন করা অধ্যায়
পরিচ্ছেদ: দ্বীনের মধ্যে কঠোরতা না করা
২৫. আইশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) লোকদেরকে একটি কাজের ব্যাপারে রুখসত দেন। তখন কতক লোক তা থেকে বিরত রইলো। যখন নবী করিম (ﷺ) এর নিকট এ খবর পৌঁছলো, তখন তিনি রাগ করলেন, এমনকি রাগের চিহ্ন তাঁর চেহারায় ফুটে উঠলো, এরপর তিনি বলেন, লোকদের কি হয়েছে? তাদেরকে যে কাজের অনুমতি দেওয়া হয়নি, তারা সে কাজ করতে আগ্রহী হয়ে থাকে। আল্লাহর শপথ! নিশ্চয়ই আমি তাদের থেকে আল্লাহ সম্বন্ধে অধিক অবগত এবং খোদাভীরুতায় তাদের থেকে কঠোর।
كتاب الاقتصاد
باب في استحباب الأخذ بالرخصة وعدم التشديد في الدين
عن عائشة رضي الله عنها قالت رخص رسول الله صلى الله عليه وسلم في أمر فتنزه عنه ناس من الناس فبلغ ذلك النبي صلى الله عليه وسلم فغضب حتى بان الغضب في وجهه (7) ثم قال ما بال قوم يرغبون عما رخص لي فيه (8) فوالله لأنا أعلمهم بالله عز وجل واشدهم له خشية