মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

মধ্যম পন্থা অবলম্বন করা অধ্যায়

হাদীস নং: ২০
মধ্যম পন্থা অবলম্বন করা অধ্যায়
পরিচ্ছেদ: আমলের ক্ষেত্রে মধ্যমপন্থা অবলম্বন
২০. 'আইশা (রা) থেকে আরো বর্ণিত। তিনি বলেন, আমার নিকট খুওয়াইলা বিনতে হাকীম ইবন উমাইয়া ইবনে হারেছা ইবন আওকাস আস-সুলমীয়া প্রবেশ করেন। তিনি ছিলেন 'উছমান ইবনে মাযয়ূনের স্ত্রী। 'আইশা (রা) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাকে পোশাকে জরা জীর্ণ অবস্থায় দেখলেন। (অর্থাৎ তার মধ্যে কোন সাজ সজ্জা ছিল না, চুলগুলো ছিল এলোমেলো)। তখন রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বললেন, হে আইশা (রা) খুওয়াইলার এ অবস্থা কেন? 'আইশা (রা) বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)। সে এমন একজন নারী, যার স্বামী নেই, অর্থাৎ তার স্বামী থেকেও নেই। সে দিনে রোযা রাখে এবং রাতে নামায পড়ে। সে ঐ মহিলার মত, যার স্বামী নেই, যে কারণে সে সাজ-সজ্জায় সময় নষ্ট করা থেকে নিজেকে পরিহার করেছে, (অর্থাৎ স্বামী তার সাথে আনন্দ উপভোগ থেকে বিরত থাকার কারণে সে সবকিছু বর্জন করেছে)। 'আইশা (রা) বলেন, তখন রাসূলুল্লাহ (ﷺ) 'উছমান ইবনে মাষয়ূনকে ডেকে পাঠালেন। সে আসলে রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেন, তুমি কি আমার পথ অনুসরণ করতে আগ্রহী নও? তিনি বললেন, হে আল্লাহর রাসূল। অবশ্যই বরং আমি আপনার পথ অনুসরণে উৎসাহী। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আমি রাতে নিদ্রা যাই এবং নামায পড়ি, রোযা রাখি, আবার বিরতি দেই, মহিলাদের বিবাহও করি। হে উছমান। আল্লাহকে ভয় কর, নিশ্চয়ই তোমার পরিবারের উপর তোমার হক রয়েছে, তোমার উপর তোমার মেহমানের হক রয়েছে, তোমার উপর তোমার নিজের হক রয়েছে। সুতরাং তুমি রোযা রাখবে আবার বিরতি দেবে, নামায পড়বে এবং নিদ্রাও যাবে।
كتاب الاقتصاد
باب الاقتصاد في الأعمال
وعنها أيضا قالت دخلت على خويلة بنت حكيم بن أمية بن حارثة بن الأوقص السلمية وكانت عند عمان بن مطعون قالت فرأى رسول الله صلى الله عليه وسلم بذاذة هيئتها فقال لي يا عائشة ما أبذ هيئة خويلة؟ قالت فقلت يا رسول الله امرأة لها زوج يصوم النهار ويقوم الليل فهي كمن لا زوج لها فتركت نفسها وأضاعتها قالت فبعث رسول الله صلى الله عليه وسلم إلى عثمان بن مظعون فجاءه فقال يا عثمان أرغبة عن سنتي؟ قال فقال لا والله يا رسول الله ولكن سنتك أطلب قال فإني أنام وأصلى وأصوم وأفطر وانكح النساء فاتق الله يا عثمان فإن لأهلك عليك حقا فصم وافطر وصل ونم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ২০ | মুসলিম বাংলা