মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
মধ্যম পন্থা অবলম্বন করা অধ্যায়
হাদীস নং: ১৮
মধ্যম পন্থা অবলম্বন করা অধ্যায়
পরিচ্ছেদ: আমলের ক্ষেত্রে মধ্যমপন্থা অবলম্বন
১৮. 'আইশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, কিছু লোক কঠিন ইবাদতে আতত্মনিয়োগ করে, রাসূলুল্লাহ (ﷺ) তাদেরকে এ থেকে নিষেধ করে বললেন আল্লাহর শপথ! আমি তোমাদের চেয়ে প্ররাহকে বেশী জানি এবং তোমাদের চেয়ে তাঁকে বেশী ভয় করি। এরপর রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তোমরা এমন আমল গ্রহণ করবে, যা পালন করতে তোমরা সক্ষম। নিশ্চয় আল্লাহ ছাওয়াব দানে ক্লান্ত ও বিরক্ত হবেন না, বরং তোমরাই ক্লান্ত হয়ে পড়বে।
كتاب الاقتصاد
باب الاقتصاد في الأعمال
عن عائشة) رضي الله عنها أن أناسا كانوا يتعبدون في عبادة شديدة (2) فنهاهم النبي صلى الله عليه وسلم فقال والله إني لأعلمكم بالله عز وجل وأخشاكم له وكان يقول عليكم من العمل ما تطيقون فإن الله عز وجل لا يمل حتى تملوا