মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

মধ্যম পন্থা অবলম্বন করা অধ্যায়

হাদীস নং: ১২
মধ্যম পন্থা অবলম্বন করা অধ্যায়
পরিচ্ছেদ: আমলের ক্ষেত্রে মধ্যমপন্থা অবলম্বন
১২. আইশা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) যখন সাহাবাদেরকে তাদের সামর্থ্যের মধ্যে কোন কাজের আদেশ দিতেন, তখন তারা বলতো, হে আল্লাহর রাসূল (ﷺ) আমরাতো আপনার সমতুল্য নই, নিশ্চয়ই আল্লাহ আপনার পূর্বের ও পরের সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন। 'আইশা (রা) বলেন, একথা শুনে রাসূলুল্লাহ (ﷺ) রাগান্বিত হলেন, এমনকি তাঁর চেহারায় তখন রাগের চিহ্ন ফুটে উঠলো।
كتاب الاقتصاد
باب الاقتصاد في الأعمال
عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم كان إذا أمرهم بما يطيقون من العمل يقولون يا رسول الله إنا لسنا كهيئتك إن الله عز وجل قد غفر لك ما تقدم من ذنبك وما تأخر قالت فيغضب (13) حتى يعرف الغضب في وجهه
tahqiqতাহকীক:তাহকীক চলমান