মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
মধ্যম পন্থা অবলম্বন করা অধ্যায়
হাদীস নং: ৯
মধ্যম পন্থা অবলম্বন করা অধ্যায়
পরিচ্ছেদ: আমলের ক্ষেত্রে মধ্যমপন্থা অবলম্বন
৯. 'আবদুর রহমান ইবনে আবু লায়লা (রা) থেকে বর্ণিত। একদা রাসূলুল্লাহ (ﷺ) মসজিদের দুই খামের মাঝে রশি টানানো দেখলেন। তিনি জিজ্ঞেস করলেন, এটি কার? সাহাবীরা বললো, হামনা বিনতে জাহাসের। তিনি যখন নামায পড়তে পড়তে অক্ষম হয়ে পড়েন, তখন রশির সাথে নিজেকে বেঁধে রাখেন। নবী করিম (সা) বললেন, তুমি তোমার সামর্থ্য অনুযায়ী নামায আদায় করবে, আর যখন অক্ষম হয়ে পড়বে তখন বসে পড়বে।
كتاب الاقتصاد
باب الاقتصاد في الأعمال
عن عبدالرحمن قال رأى النبي صلى الله عليه وسلم حبلا ممدودا بين ساريتين فقال لمن هذا؟ قالوا لحمنة (7) بنت جحش فإذا عجزت تعلقت به فقال لتصل ما أطاقت فإذا عجزت فلتقعد