মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
মধ্যম পন্থা অবলম্বন করা অধ্যায়
হাদীস নং: ৭
মধ্যম পন্থা অবলম্বন করা অধ্যায়
পরিচ্ছেদ: আমলের ক্ষেত্রে মধ্যমপন্থা অবলম্বন
৭. পুনরায় 'আইশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা হাওলা বিনতে তুয়াইত রাসুলুল্লাহ (ﷺ) এর পাশ দিয়ে অতিক্রম করছিলেন। তখন রাসুলুল্লাহ (ﷺ) কে বলা হলো, হে আল্লাহর রাসূল (ﷺ) হাওলা বিনতে তুয়াইত রাতে অধিক নামায পড়ে। যখন তার ঘুম আসে, তখন সে রশি দিয়ে নিজেকে বেঁধে রেখে এর সাথে ঝুলে থাকে। রাসুলুল্লাহ (ﷺ) বললেন, তোমার সামর্থ্য অনুযায়ী নামায পড়বে। আর যখন তন্দ্রা আসবে, তখন ঘুমিয়ে পড়বে।
كتاب الاقتصاد
باب الاقتصاد في الأعمال
وعنها أيضا قالت مرت برسول الله صلى الله عليه وسلم الحولاء بنت تويت (11) فقيل له يا رسول الله صلى الله عليه وسلم إنها تصلى بالليل صلاة كثيرة فإذا غلبها النوم ارتبطت بحبل فتعلقت به فقال رسول الله صلى الله عليه وسلم فلتصل ما قويت على الصلاة فإذا نعست فلتنم