মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

মধ্যম পন্থা অবলম্বন করা অধ্যায়

হাদীস নং:
মধ্যম পন্থা অবলম্বন করা অধ্যায়
পরিচ্ছেদ: আমলের ক্ষেত্রে মধ্যমপন্থা অবলম্বন
৫. আবু সালিহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা 'আইশা (রা) ও উম্মে সালমা (রা) কে প্রশ্ন করা হয়েছিল, রাসূলের নিকট কোন আমলটি সবচেয়ে প্রিয়। তারা উভয়েই বলেন, যে আমল নিয়মিত করা হয়, সেটা স্বল্প (অন্য বর্ণনায়) আসওয়াদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আইশা (রা) উদ্দেশ্যে বললাম, রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট যে আমলটি সবচেয়ে প্রিয়, সে আমলটি বর্ণনা করুন। 'আইশা (রা) বললেন, তাঁর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো- যে কাজটি কোন ব্যক্তি নিয়মিত করে, যদি সেটা সহজ কাজও হয়।
كتاب الاقتصاد
باب الاقتصاد في الأعمال
عن أبي صالح قال سئلت عائشة وأم سلمة رضي الله عنهما أي العمل كان أعجب (2) إلى النبي صلى الله عليه وسلم قالتا ما دام وإن قل (ومن طريق ثان) (3) عن الأسود قال قلت لعائشة رضي الله عنها حدثيني بأحب العمل إلى رسول الله صلى الله عليه وسلم قالت كان أحب العمل إليه الذي يدوم عليه الرجل وإن كان يسيرا
tahqiqতাহকীক:তাহকীক চলমান