মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
মধ্যম পন্থা অবলম্বন করা অধ্যায়
হাদীস নং: ২
মধ্যম পন্থা অবলম্বন করা অধ্যায়
পরিচ্ছেদ: আমলের ক্ষেত্রে মধ্যমপন্থা অবলম্বন
২. জাবির ইবনে 'আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা সকল কাজে মধ্যমপন্থা অবলম্বন ও যথাযথভাবে পালন করবে, অর্থাৎ কোন কাজে বাড়াবাড়ি করবে না। শুধু কাজের মাধ্যমে তোমাদের কেউ আযাব থেকে মুক্তি পাবে না। তারা বললো, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)। আপনি নিজেও কি? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আমি নিজেও, যতক্ষণ না আল্লাহ তাঁর রহমতে আমাকে ঢেকে নেন।
كتاب الاقتصاد
باب الاقتصاد في الأعمال
عن جابر (يعني ابن عبدالله) قال قال رسول الله صلى الله عليه وسلم قاربوا (7) وسددوا فإنه ليس أحد منكم ينجيه عمله (8) قالوا ولا إياك يا رسول الله؟ قال ولا إياي إلا أن يتغمدني (1) الله برحمته