মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

কর্মে নিয়্যত ও ইখলাস প্রসংগ অধ্যায়

হাদীস নং:
কর্মে নিয়্যত ও ইখলাস প্রসংগ অধ্যায়
পরিচ্ছেদ: নিয়্যতের গুরুত্ব
২. আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী করীম (ﷺ) বলেন, মানুষকে উঠানো হবে, বর্ণনাকারী শরীক কখনও বলেন, কিয়ামতের দিন মানুষকে একত্র করা হবে তাদের নিয়্যত অনুযায়ী।
كتاب النية والاخلاص في العمل
باب ما جاء في النية
عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال يبعث الناس وربما قال شريك (3) يحشر الناس على نياتهم
tahqiqতাহকীক:তাহকীক চলমান