মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ১২৯
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: জিবরাঈল (আ) ও রাসূলুল্লাহ (ﷺ) মারে-এর পারস্পরিক কুরআন পড়ে শোনানো প্রসঙ্গ
১২৯। আবু হুরায়রা (রা) হতে বর্ণিত, তিনি বলেন, জিবরাঈল (আ) প্রতি বছর সম্পূর্ণ কুরআন একবার রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট উপস্থাপন করতেন। আর যে বছর তিনি ইন্তেকাল করলেন সে বছর তিনি তাঁর নিকট দু'বার উপস্থাপন করলেন।
(বুখারী, আবু দাউদ, নাসাঈ, ইবন মাজাহ, অন্যান্য গ্রন্থসূত্র।)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب معارضة جبريل والنبي صلى الله عليه وسلم للقرآن
عن أبي هريرة قال كان يعرض (يعني جبريل) على النبي صلى الله عليه وعلى آله وصحبه وسلم القرآن في كل سنة مرة فلما كان العام الذي قبض فيه عرض عليه مرتين
tahqiqতাহকীক:তাহকীক চলমান