মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ৪২
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: সরবে কুরআন তিলাওয়াত করা সুর দিয়ে পড়া এবং সুন্দর কণ্ঠে তিলাওয়াত প্রসঙ্গ।
৪২। আবু হুরায়রা (রা) হতে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) একদা মসজিদে প্রবেশ করলেন, তখন তিনি তথায় জনৈক ব্যক্তির কিরাআত শুনতে পেলেন, রাসূল (ﷺ) জিজ্ঞাসা করলেন। এই ব্যক্তি কে? সাহাবীগণ বললেন, আব্দুল্লাহ ইবন কায়েস। রাসূল (ﷺ) বললেন, এই ব্যাক্তিকে দাউদ এর ন্যায় সুমিষ্ট কণ্ঠ দেয়া হয়েছে।
(ইবন মাজাহ অন্যান্য গ্রন্থসূত্র।)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب ما جاء في الجهر بقراءة القرآن والتغني به وحسن الصوت
عن أبي هريرة قال دخل رسول الله المسجد فسمع قراءة رجل فقال من هذا؟ قيل عبد الله بن قيس (10) فقال لقد أوتي هذا من مزامير آل داود
tahqiqতাহকীক:তাহকীক চলমান