মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ৪০
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: সরবে কুরআন তিলাওয়াত করা সুর দিয়ে পড়া এবং সুন্দর কণ্ঠে তিলাওয়াত প্রসঙ্গ।
৪০। উকবা ইবন আ'মির (রা) হতে আরও বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) যুলবিজাদাইন নামক এক ব্যক্তির উদ্দেশ্যে বলেছিলেন সে অধিক বিলাপকারী আর এর কারণ ছিল ঐ ব্যক্তি আল্লাহকে স্মরণ করে উচু স্বরে কুরআন তিলাওয়াত করতো এবং উচু স্বরে দু'আ করতো।
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب ما جاء في الجهر بقراءة القرآن والتغني به وحسن الصوت
وعنه أيضا أن النبي صلى الله عليه وسلم قال لرجل يقال له ذو البجادين إنه أواه (3) وذلك أنه كان رجلا كثير الذكر لله عز وجل في القرآن (4) ويرفع صوته في الدعاء