মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়

হাদীস নং: ৩০
সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়
পরিচ্ছেদ: কিতাবীদের সালামের জবাবে কী বলতে হবে।
৩০। তারই সূত্রে বর্ণিত। তিনি বলেন, একদা জনৈক ইয়াহূদী নবী (ﷺ) এর নিকট আসল। সে সময় তিনি তার সাহাবীদের সঙ্গে ছিলেন। সে বলল, السَّامُ عَلَيْكُمْ (তোমাদের মরণ হোক)। লোকেরা তার জবাব দিল। নবী (ﷺ) বললেন, তোমরা জান সে কী বলেছেন? তারা বলল, হ্যাঁ, সে বলেছে السَّامُ عَلَيْكُمْ (তোমাদের মরণ হোক)। নবী (ﷺ) বললেন, তোমরা লোকটিকে আমার নিকট ফিরিয়ে আন। তারপর তারা তাকে ফিরিয়ে আনলে নবী (ﷺ) তাকে বললেন, তুমি কি এরূপ এরূপ কথা উচ্চারণ করেছ? সে বলল, হ্যাঁ। তখন নবী (ﷺ) বললেন, যখন তোমাদেরকে আহলে কিতাবের (ইয়াহূদ ও নাসারা) কেউ সালাম দেয় তখন তোমরা বলবে عَلَيْكَ (বরং তোমার ওপর)। অর্থাৎ তুমি যা বললে তা তোমার ওপর আপতিত হোক। (বুখারী, মুসলিম ও অন্যান্য)।
كتاب السلام والاستئذان وآداب أخرى
باب ما يقال في رد السلام على أهل الكتاب
وعنه أيضًا أن يهوديًا أتي النبي صلى الله عليه وسلم وهو مع أصحابه فقال السام عليكم، فرد عليه القوم، فقال نبي الله صلى الله عليه وسلم أتدرون ما قال؟ قالوا نعم، قال السام عليكم، قال ردوا علىَّ الرجل، فردوه، فقال نبي الله صلى الله عليه وسلم قلت كذا وكذا؟ قال: نعم، فقال نبي الله صلى الله عليه وسلم إذا سلم عليكم أحد من أهل الكتاب فقولوا عليك، أي عليك ما قلت
tahqiqতাহকীক:তাহকীক চলমান