মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়

হাদীস নং: ২৭
সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়
পরিচ্ছেদ: কিতাবীদেরকে প্রথমে সালাম দেওয়া নিষেধ।
২৭। আবূ বসরা গিফারী (রা) সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা রয়েছে।
(নাসাঈ) হাদীসটির সনদ ভাল।
كتاب السلام والاستئذان وآداب أخرى
باب النهي عن ابتداء أهل الكتاب بالسلام
وعن أبي بصرة الغفاري عن النبي صلى الله عليه وسلم مثله
tahqiqতাহকীক:তাহকীক চলমান