মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়

হাদীস নং: ২৫
সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়
পরিচ্ছেদ: কিতাবীদেরকে প্রথমে সালাম দেওয়া নিষেধ।
২৫। আবু কামিল (র) যুহায়র (র) থেকে, তিনি সুহায়ল ইবন আবি সালিহ (র) থেকে, তিনি তার পিতা থেকে, তিনি আবূ হুরায়রা (রা) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন তোমরা তাদের সঙ্গে মিলিত হও, অন্য বর্ণনায় যখন তোমরা মুশরিকদের সঙ্গে রাস্তায় মিলিত হও, তখন তোমরা তাদেরকে প্রারম্ভে সালাম দিবে না। আর তাদেরকে সংকীর্ণতর পথে চলতে বাধ্য করবে। বর্ণনাকারী যুহায়র (র) বলেন, আমি সুহায়ল (র)-কে বললাম, ইয়াহুদ ও নাসারার সঙ্গে মিলিত হলে? তিনি বললেন, মুশরিকদের সঙ্গে মিলিত হলে।
(দ্বিতীয় সূত্রে তার থেকে বর্ণিত।) তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ইয়াহুদ ও নাসারাকে প্রারম্ভে সালাম দিবে না। তাদের সঙ্গে পথে মিলিত হলে, তাদেরকে সংকীর্ণতর অংশে চলতে বাধ্য করবে।
(মুসলিম, তিরমিযী)
كتاب السلام والاستئذان وآداب أخرى
باب النهي عن ابتداء أهل الكتاب بالسلام
حدثنا أبو كامل ثنا زهير ثنا سهيل بن أبي صالح عن أبيه عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم إذا لقيتموهم (وفي رواية) إذا لقيتم المشركين في طريق فلا تبدءوهم (1) واضطروهم إلى أضيقها (2) قال زهير فقلت لسهيل اليهود والنصارى؟ فقال المشركون (3) (وعنه من طريق ثان) (4) قال قال رسول الله صلى الله عليه وسلم لا تبدءوا اليهود والنصارى بالسلام، فإذا لقيتموهم في طريق فاضطروهم إلى أضيقها
tahqiqতাহকীক:তাহকীক চলমান