মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়
হাদীস নং: ১
সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়
অধ্যায় : সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব
পরিচ্ছেদ: সালাম দেওয়ার প্রতি উৎসাহ দান, সালামের মর্যাদা ও তা ছেড়ে দেওয়ার নিন্দা।
পরিচ্ছেদ: সালাম দেওয়ার প্রতি উৎসাহ দান, সালামের মর্যাদা ও তা ছেড়ে দেওয়ার নিন্দা।
১। আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে সত্তার হাতে আমার আত্মা তার শপথ। নিশ্চয় তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না; যাবত না তোমরা ঈমানদার হবে, আর তোমরা ঈমানদার হতে পারবে না; যাবত না তোমরা একে অপরকে ভালবাসবে। এরপর তিনি বললেন, আমি কি তোমাদেরকে এমন কথা বলব, যা করলে তোমার মধ্যে ভালবাসার সৃষ্টি হবে? তোমরা পরস্পরের মধ্যে সালাম প্রচলন করবে। (মুসলিম, আবু দাউদ, তিরমিযী, ইবন মাজাহ)
كتاب السلام والاستئذان وآداب أخرى
كتاب السلام والاستئذان وآداب أخرى
باب الحث على السلام وفضله وكراهة تركه
باب الحث على السلام وفضله وكراهة تركه
عن أبى هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم والذى نفسى بيده لا تدخلون الجنة حتى تؤمنوا (2) ولا تؤمنوا حتى تحابوا، ثم قال هل أدلكم على شيء اذا فعلتموه تحاببتم؟ أفشوا السلام بينكم