১২। তারই সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা এটা খাট কর আর ওটা ছেড়ে রাখ। অর্থাৎ ওপরের ঠোটের গোঁফ খাট করবে এবং নীচের ঠোঁটের চুলগুলো ছেড়ে রাখবে। হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি।
باب أخذ الشارب وإعفاء اللحية
وعنه أيضا قال قال رسول الله صلى الله عليه وعلى آله وصحبه وسلم خذوا من هذا ودعوا هذا يعنى شاربه الأعلى يأخذ منه (2) يعنى العنفقة
তাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১২ | মুসলিম বাংলা