মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ২০৩
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
কাপড় পরার মুস্তাহাব, জায়িয এবং হারাম সীমানা।
২০৩। আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মু'মিনের ইযার পায়ের গোছা পর্যন্ত হওয়া উচিত। তারপর যখন (ﷺ) রাসূলুল্লাহ মুসলমানের পক্ষে এটাকে কঠিন মনে করলেন, তখন তিনি বললেন, টাখনু পর্যন্ত হতে পারবে। এর নীচে হলে তাতে কোন কল্যাণ নেই।
(হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ ও তায়ালিসী বর্ণনা করেছেন। আহমাদ (র)-এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب اللباس والزنية
باب ما جاء فى الحد المستحب للثوب والجائز والحرام
203- عن أنس بن مالك قال قال رسول الله صلى الله عليه وسلم الازار إلى نصف الساق، فلما رأى شدة ذلك على المسلمين قال إلى الكعبين، لا خير فيما أسفل من ذلك
tahqiqতাহকীক:তাহকীক চলমান