মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ২০১
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
কাপড় পরার মুস্তাহাব, জায়িয এবং হারাম সীমানা।
২০১। আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মু’মিনের ইযার তার পায়ের গোছার মাংসল পর্যন্ত হওয়া উচিত। তারপর গোছার অর্ধাংশ পর্যন্ত। তারপর টাখনু পর্যন্ত। এর নীচে যে অংশ থাকবে তা জাহান্নামে যাবে।
(নাসাঈ)
كتاب اللباس والزنية
باب ما جاء فى الحد المستحب للثوب والجائز والحرام
201- عن أبى هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم إزرة المؤمن إلى عضلة ساقيه ثم إلى نصف ساقيه ثم الى كعبيه فما كان أسفل من ذلك فى النار
tahqiqতাহকীক:তাহকীক চলমান