মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
হাদীস নং: ১৯৮
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
খ্যাতি অর্জনের উদ্দেশ্যে এবং টাখনুর নীচে ঝুলিয়ে পরা নিষিদ্ধ এবং এরূপ কাজের প্রতি কঠোরবাণী।
১৯৮। খুরায়ম ইবন ফাতিক আসাদী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমারে বলেছেন, হে খুরায়ম তুমি খুব ভাল লোক। যদি তোমার ভিতর দুটি গুণ না থাকত। বর্ণনাকারী বলেন, আমি বললাম, ইয়া রাসুলাল্লাহ! দুটি গুণ কী? তিনি বললেন, ইযার ঝুলিয়ে রাখা এবং মাথার চুল লম্বা করা।
كتاب اللباس والزنية
باب النهى عن الشهرة والإسبال ووعيد من فعل ذلك
198- عن خريم بن فاتك الاسدى قال قال لى رسول الله صلى الله عليه وسلم نعم الرجل أنت يا خريم لولا خلتان قال قلت وما هما يا رسول الله؟ قال اسبالك ازارك وارخاؤك شعرك
বর্ণনাকারী: