মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ১৮৭
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
সুন্দর পোশাক পরার অনুমতি রয়েছে, তবে এ ক্ষেত্রে বিনয় কাম্য। খ্যাতি লাভের উদ্দেশ্যে এবং (টাখনুর নীচে) ঝুলিয়ে পরা মাকরূহ।
(সুন্দর পোশাক পরার অনুমতি রয়েছে, তবে এ ক্ষেত্রে বিনয় কাম্য।)
১৮৭। সাহল ইবন মু'আয আনাস জুহানী (র) সূত্রে তার পিতা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তা'আলার জন্য বিনয় প্রকাশের নিমিত্তে (সুন্দর) পোশাক পরিত্যাগ করে; অথচ সে এরূপ পোশাক পরিধান করার সামর্থ রাখে, কিয়ামতের দিন আল্লাহ তা'আলা তাকে সৃষ্টিকুলের মধ্যে খ্যাত করবেন এবং তাকে যে কোন ঈমানী পোশাক পরিধান করার ইখতিয়ার দিবেন।
(তিরমিযী, হাকিম)
(তিরমিযী (র) হাদীসটিকে হাসান বলেছেন। আর হাফিয (র) সহীহ বলেছেন। এর সূত্রে বর্ণনাকারী আবদুর রহীম ইবন মায়মুন সম্বন্ধে নাসাঈ (র) বলেছেন, তার ব্যাপারে কোন আপত্তি নেই। কিন্তু ইবন মা'ঈন (র) তাকে দুর্বল বলেছেন।)
كتاب اللباس والزنية
أبواب الرخصة فى اللباس الجميل واستحباب التواضع فيه وكراهة الشهرة والإسبال - باب ما جاء فى استحباب اللباس الجميل والتواضع فيه
187- عن سهل بن معاذ بن أنس الجهنى عن أبيه قال قال رسول الله صلى الله عليه وسلم من ترك اللباس وهو يقدر عليه تواضعا لله تبارك وتعالى دعاه الله تبارك وتعالى يوم القيامة على رؤوس الخلائق حتى يخيره فى حلل الايمان أيها شاء
tahqiqতাহকীক:তাহকীক চলমান