মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ১২৫
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
স্বর্ণ ও রেশম ব্যবহার করা হারাম।
১২৫। হাবীব ইবন উবায়দ রাহাবী (র) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আবূ উমামা (রা) খালিদ ইবন ইয়াযীদের নিকট উপস্থিত ছিলেন। তখন তিনি তাঁর জন্য একটি গদি বিছিয়ে দেয়। আবু উমামা (রা) এটাকে রেশমের তৈরী মনে করে পিছনে চলে আসলেন। এমনকি তিনি আবু উমামা (রা)-এর দিকে তাকিয়ে বললেন, ভাই। এটাকে কী মনে করেছেন? আপনি কি এটাকে রেশমের মনে করেছেন? আবু উমামা (রা) বললেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি আল্লাহর নিকট পুরস্কার আশা করে সে রেশম ব্যবহার করে না। তখন খালিদ তাকে বললেন, হে আবূ উমামা! আপনি এটা রাসূলুল্লাহ (ﷺ) হতে শুনেছেন? তিনি বললেন, আল্লাহ তোমাকে ক্ষমা করুন। (তুমি কীভাবে এটা বললে যে,) আপনি রাসূলুল্লাহ (ﷺ) হতে শুনেছেন। বরং আমরা একদল লোক ছিলাম। তারা ( রাসূলুল্লাহ (ﷺ) -এর ওপর) মিথ্যা আরোপ করেন নি এবং আমি তোমাকে (এটা পৌছানোর ক্ষেত্রে) মিথ্যা বলি নি।
(হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ বর্ণনা করেছেন। এর সনদে বর্ণনাকারী 'আবু বাকর ইবন আবি মারয়াম' বিতর্কিত। তিনি শেষ জীবনে স্মৃতি বিভ্রাটে আক্রান্ত হয়েছিলেন।)
كتاب اللباس والزنية
باب ما جاء عاما في تحريم الذهب والحرير
125- عن حبيب بن عبيد الرحي أن أبا إمامة رضي الله عنه دخل على خالد بن يزيد فألقى له وسادة فظن أبو إمامة أنها حرير فتنحى يمشي القهقرى حتى بلغ آخر السماط وخالد يكلم رجلا ثم التفت إلى أبي إمامة فقال له يا أخي ما ظننت؟ أظننت أنها حرير؟ قال أبو إمامة قال رسول الله صلى الله عليه وسلم لا يستمتع بالحرير من يرجو أيام الله فقال له خالد يا أبا أمامة أنت سمعت هذا من رسول الله صلى الله عليه وسلم فقال اللهم غفرا أنت سمعت هذا من رسول الله صلى الله عليه وسلم بل كنا في قوم ما كذبونا ولا كذبنا
tahqiqতাহকীক:তাহকীক চলমান