মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
হাদীস নং: ১১১
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
স্বর্ণ ও রেশম ব্যবহার করা হারাম।
১১১। তারই সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কাপড়ে রেশম তালাশ করতেন। এরপর (পাওয়া গেলে) তা পৃথক করে ফেলেতন।
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। হায়ছামী (র) বলেছেন, আহমাদ (র)-এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। তবে আবু সা'ঈদ গিফারী ব্যতিক্রম। ইবন হিব্বান (র) তাকে নির্ভরযোগ্য বলেছেন।)
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। হায়ছামী (র) বলেছেন, আহমাদ (র)-এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। তবে আবু সা'ঈদ গিফারী ব্যতিক্রম। ইবন হিব্বান (র) তাকে নির্ভরযোগ্য বলেছেন।)
كتاب اللباس والزنية
باب ما جاء عاما في تحريم الذهب والحرير
111- (وعنه أيضا) قال كان رسول الله صلى الله عليه وسلم يتبع الحرير من الثياب فينزعه