হাদীসে কুদসী

কিতাবের হাদীস সমূহ

হাদীস নং: ১০০
কিতাবের হাদীস সমূহ
১০০। হযরত আবু সাঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) বলেছেনঃ আল্লাহ জান্নাতবাসীদেরকে বলবেন, হে জান্নাতীগণ! তখন জান্নাতীগণ বলবেন, হে আমাদের প্রতিপালক! আমরা হাযির, আপনার কাছে হাযির হতে পেরে আমরা সৌভাগ্যবান। যাবতীয় কল্যাণ আপনারই হাতে। আল্লাহ বলবেন, তোমরা সন্তুষ্ট হয়েছ কি? তারা বলবেন, হে আমাদের প্রতিপালক! আমরা কেন সন্তুষ্ট হব না? অথচ আপনি আর কোন সৃষ্টিকে যা দান করেননি, তা আমাদেরকে দান করেছেন। তখন আল্লাহ বলবেন, আমি কি তোমাদেরকে এর চাইতেও উত্তম জিনিস দান করব না? তারা বলবেনঃ হে প্রতিপালক! এর চাইতে উত্তম বস্তু কোনটি? আল্লাহ বলবেন, তোমাদের ওপর আমার সন্তুষ্টি নির্ধারিত করলাম। এরপর আমি তোমাদের উপর কখনো অসন্তুষ্ট হবো না।
أحاديث الكتاب
100- عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ رضي الله عنه، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِنَّ اللَّهَ تبارك وتعالي يَقُولُ لِأَهْلِ الجَنَّةِ: يَا أَهْلَ الجَنَّةِ، فَيَقُولُونَ: لَبَّيْكَ رَبَّنَا وَسَعْدَيْكَ وَالخَيْرُ فِي يَدَيْكَ، فَيَقُولُ: هَلْ رَضِيتُمْ؟ فَيَقُولُونَ: وَمَا لَنَا لاَ نَرْضَى يَا رَبِّ وَقَدْ أَعْطَيْتَنَا مَا لَمْ تُعْطِ أَحَدًا مِنْ خَلْقِكَ، فَيَقُولُ: أَلاَ أُعْطِيكُمْ أَفْضَلَ مِنْ ذَلِكَ؟ فَيَقُولُونَ: يَا رَبِّ وَأَيُّ شَيْءٍ أَفْضَلُ مِنْ ذَلِكَ؟ فَيَقُولُ: أُحِلُّ عَلَيْكُمْ رِضْوَانِي فَلاَ أَسْخَطُ عَلَيْكُمْ بَعْدَهُ أَبَدًا "

হাদীসের ব্যাখ্যা:

জান্নাত এবং তার তামাম নি'আমতে বান্দাদেরকে দেয়ার পর পুনরায় তাদেরকে যে প্রশ্ন করবেন, "তোমরা কি সুখী ও সন্তুষ্ট" তা স্বয়ং এক পুরস্কার এবং তার সাথে সাথে চিরস্থায়ী সন্তুষ্ট থাকার উপহার এবং কখনও নারায না হওয়ার সুসংবাদ প্রদান করা যে কত বিরাট ইনাম এবং ইহসান এবং তখন জান্নাতবাসীগণ যে কত খুশী এবং সন্তুষ্ট হবেন তার এক বিন্দু পরিমাণ হাকীকতও যদি আমাদের পৃথিবীতে আমাদের অন্তরে ঢেলে দেয়া হত তাহলে দুনিয়ার কোন জিনিসের প্রতি আমাদের কোন আকর্ষণ থাকত না। অবশ্যই জান্নাত এবং তার যাবতীয় নি'আমত থেকে আল্লাহর সন্তুষ্টি অনেক উত্তম। ورضوان من الله اكبر
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)