হাদীসে কুদসী

কিতাবের হাদীস সমূহ

হাদীস নং: ৯৬
কিতাবের হাদীস সমূহ
৯৬। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আল্লাহ তা'আলা স্বহস্তে 'জান্নাতে আদন' বানিয়েছেন, সেখানে বৃক্ষরোপন করেছেন, সেখানে নহর প্রবাহিত করেছেন। এরপর তিনি জান্নাতের দিকে তাকিয়ে বলেনঃ তুমি আমার সাথে কথা বল। তখন সে বলল: قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ অর্থাৎ "মু'মিনগণই সফলকাম"। এরপর আল্লাহ বলেন: আমার মর্যাদা ও মাহাত্ম্যের শপথ, আমাকে অতিক্রম করে তোমাদের মধ্যে কোন কৃপণ প্রবেশ করতে পারবে না।
أحاديث الكتاب
96- عَن عبد الله ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم خلق الله جنَّة عدن بِيَدِهِ ودلى فِيهَا ثمارها وشق فِيهَا أنهارها ثمَّ نظر فيْهَا فَقَالَ لَهَا تكلمي فَقَالَت قد أَفْلح الْمُؤْمِنُونَ فَقَالَ وَعِزَّتِي وَجَلَالِي لَا يجاورني فِيك بخيل