মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ৭৯
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
নবী (ﷺ) -এর আংটি, সেটা রূপার তৈরী ছিল।
৭৯। তারই সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর আংটি রূপার তৈরী ছিল, যার পাথরের অংশটি ছিল রূপার।
(বুখারী, তিরমিযী, নাসাঈ)
كتاب اللباس والزنية
باب ما جاء في خاتم النبي صلى الله عليه وسلم وأنه كان من فضة
79- وعنه أيضا قال كان خاتم النبي صلى الله عليه وسلم فضة فصه منه
tahqiqতাহকীক:তাহকীক চলমান