মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ৭৭
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
নবী (ﷺ) -এর আংটি, সেটা রূপার তৈরী ছিল।
৭৭। তারই সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর একটি আংটি তৈরী করে বললেন, আমি একটি আংটি তৈরী করেছি এবং তাতে একটি বিশেষ নকশা অংকন করেছি। সুতরাং কোন ব্যক্তি যেন আংটিতে অনুরূপ নকশা না আঁকে।
(মুসলিম ও ইমামচতুষ্ঠয়)
كتاب اللباس والزنية
باب ما جاء في خاتم النبي صلى الله عليه وسلم وأنه كان من فضة
77- وعنه أيضا قال اصطنع رسول الله صلى الله عليه وسلم خاتما فقال إنا قد اصطنعنا خاتما ونقشنا فيه نقشا فلا ينقش أحد عليه
tahqiqতাহকীক:তাহকীক চলমান