মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ৬৯
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
স্বর্ণের আংটি এবং এ জাতীয় অলংকারসমূহের বিধান
(স্বর্ণের আংটি প্রসঙ্গ।)
৬৯। সালিম ইবন আবি জা'দ (র) সূত্রে তাঁর কওমের জনৈক ব্যক্তি থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি নবী (ﷺ) -এর নিকট উপস্থিত হলাম। সে সময় আমার হাতে একটি স্বর্ণের আংটি ছিল। তিনি একটি খেজুর গাছের ডাল নিয়ে এর দ্বারা আমার দুই হাতের তালুতে আঘাত করলেন এবং বললেন, তুমি এটা ফেলে দাও। বর্ণনাকারী বলেন, এরপর আমি বের হয়ে তা ফেলে দিলাম। তারপর আমি নবী (ﷺ) -এর নিকট পুনরায় গেলাম। তখন তিনি বললেন, আংটি কোথায়? বর্ণনাকারী বলেন? আমি বললাম, ফেলে দিয়েছি। তিনি বললেন, আমি তো তোমাকে সেটা দ্বারা (অন্য কোনভাবে) উপকৃত হতে বলেছি। তুমি এটা ফেল না।
দ্বিতীয় সূত্রে তিনি আমাদের 'আশাজাআ' গোত্রের জনৈক ব্যক্তি থেকে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। তাতে আরও আছে যে, এরপর আমি এটা নিক্ষেপ করলাম, যা অদ্যাবধি সে অবস্থায়ই রয়েছে।
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। হায়ছামী (র) হাদীসটি বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ (র) দু'টি সূত্রে বর্ণনা করেছেন।)
كتاب اللباس والزنية
أبواب ما جاء في خاتم الذهب وما في معناه من أنواع الحلي- باب ما جاء في خاتم الذهب
69- عن سالم بن أبي الجعد عن رجل من قومه قال دخلت على النبي صلى الله عليه وسلم وعلى خاتم من ذهب فأخذ جريدة فضرب بها كفى وقال أطرحه، قال فخرجت فطرحته ثم عدت إليه، فقال ما فعل الخاتم؟ قال قلت طرحته، قال إنما أمرتك أن تستمتع به ولا تطرحه
وعنه من طريق ثان عن رجل منا من أشجع نحوه وفيه فطرحته إلى يومي هذا
tahqiqতাহকীক:তাহকীক চলমান