মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
হাদীস নং: ৬৩
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
স্বর্ণের আংটি এবং এ জাতীয় অলংকারসমূহের বিধান
(স্বর্ণের আংটি প্রসঙ্গ।)
(স্বর্ণের আংটি প্রসঙ্গ।)
৬৩। মুহাম্মাদ ইবন মালিক (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বারা ইবন আযিব (রা)-এর হাতে একটি স্বর্ণের আংটি দেখলাম। লোকেরা তাকে বলছিল, আপনি কেন স্বর্ণের আংটি ব্যবহার করেন? অথচ নবী (ﷺ) এটা হতে নিষেধ করেছেন? তখন বারা (রা) বললেন, একদা আমরা রাসূলুল্লাহ (ﷺ) -এর নিকট উপস্থিত ছিলাম। সে সময় তার সামনে কিছু যুদ্ধলব্ধ সম্পদ ছিল; তিনি এগুলো বণ্টন করছিলেন। সেখানে যুদ্ধবন্দি ও আসবাবপত্র ছিল। তিনি সবকিছু বণ্টন করার পর কেবল এই আংটি অবশিষ্ট ছিল। তারপর তিনি চোখ উঠিয়ে তার সাহাবীগণের দিকে দৃষ্টিপাত করলেন। তারপর দৃষ্টি পুনরায় চোখ উঠিয়ে তাদের প্রতি দৃষ্টিপাত করলেন এবং বললেন, হে বারা। তখন আমি তাঁর নিকট উপস্থিত হয়ে তাঁর সামনে বসলাম। এরপর তিনি আংটিটি নিয়ে আমার কনিষ্ঠা আঙ্গুল সংলগ্ন কব্জির প্রান্ত ধরে বললেন, আল্লাহ ও তাঁর রাসূল (ﷺ) তোমাকে যা পরিয়েছেন, তা গ্রহণ কর। (বর্ণনাকারী বলেন,) বারা (রা) বলতেন, তোমরা কীভাবে আমাকে সে বস্তু খুলে ফেলার জন্য নির্দেশ দিচ্ছ, যার সম্বন্ধে রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ ও তাঁর রাসূল (ﷺ) তোমাকে যা পরিয়েছেন তা তুমি ব্যবহার কর?
(আবূ ইয়া'লা হাদীসটি সংক্ষেপে বর্ণনা করেছেন। এর বর্ণনাকারী মুহাম্মাদ ইবন মালিক-কে ইবন হিব্বান (র) ও আবু হাতিম (র) নির্ভরযোগ্য বলেছেন। তবে ইবন হিব্বান (র) বলেছেন, বারা (রা) থেকে তাঁর শ্রুতি প্রমাণিত নেই। এছাড়া অন্যান্য বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
(আবূ ইয়া'লা হাদীসটি সংক্ষেপে বর্ণনা করেছেন। এর বর্ণনাকারী মুহাম্মাদ ইবন মালিক-কে ইবন হিব্বান (র) ও আবু হাতিম (র) নির্ভরযোগ্য বলেছেন। তবে ইবন হিব্বান (র) বলেছেন, বারা (রা) থেকে তাঁর শ্রুতি প্রমাণিত নেই। এছাড়া অন্যান্য বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب اللباس والزنية
أبواب ما جاء في خاتم الذهب وما في معناه من أنواع الحلي- باب ما جاء في خاتم الذهب
63- عن محمد بن مالك قال رأيت على البراء بن عازب رضي الله عنه خاتما من ذهب وكان الناس يقولون له لم تختم بالذهب وقد نهى عنه النبي صلى الله عليه وسلم، فقال البراء بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم وبين يديه غنيمة يقسمها سي وخرثى فقال فقسمها حتى بقى هذا الخاتم، فرفع طرفه فنظر إلى أصحابه ثم خفض ثم رفع طرفه فنظر إليهم ثم خفض ثم رفع طرفه فنظر إليهم ثم قال أي براء، فجئته حتى قعدت بين يديه فأخذ الخاتم فقبض على كرسوعى ثم قال خذ ما كساك الله ورسوله، قال وكان البراء يقول كيف تأمروني أن أضع ما قال رسول الله صلى الله عليه وسلم البس ما كساك الله ورسوله