মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ৪৬
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
সোনা, রূপা, রেশম এবং বৈধ ও অবৈধ ব্যবহার্য সামগ্রী প্রসঙ্গ
নিষিদ্ধ বস্তুসমূহ সংক্রান্ত বিস্তারিত হাদীস।
৪৬। আমার কাছে বর্ণনা করেছেন মুহাম্মাদ (র) ইবন জা'ফর (রা)। তিনি বলেন, আমার কাছে শু'বা (র) সাকীফ গোত্রের জনৈক ব্যক্তি যাকে ইবন আবদিল ওয়াহিদ বলা হয়- থেকে বর্ণনা করেছেন যে, তিনি বলেন, আমি আবু মুজীব (র)-কে বলতে শুনেছি, একদা আবু যর (রা) আবু হুরায়রা (রা)-এর সঙ্গে মিলিত হলেন। বর্ণনাকারী (অধঃস্তন) বলেন, আমার মনে হচ্ছে তিনি (উর্ধ্বতন বর্ণনাকারী) বলেছেন যে, আবূ হুরায়রা (রা) তার তরবারির বাঁটে রূপা ব্যবহার করেছিলেন। তখন আবু যর (রা) তাকে এটা হতে নিষেধ করলেন এবং তিনি বললেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি স্বর্ণ বা রূপা রেখে যাবে (অর্থাৎ মৃত্যুবরণ করবে।) তাকে এগুলো দ্বারা দাগ দেওয়া হবে।
(তাবারানী)
(হায়ছামী (র) বলেছেন, আহমাদ (র)-এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب اللباس والزنية
(أبواب ما جاء في الذهب والفضة والحرير وما يجوز استعماله منهما وما لا يجوز) (باب أحاديث جامعة لأمور من ذلك منهي عنها)
46- حدثنا محمد بن جعفر ثنا شعبة عن رجل من ثقيف يقال له فلان بن عبد الواحد قال سمعت أبا مجيب قال لقى أبو ذر أباه هريرة وجعل أراه قال قبيعة سيفه نضة فنهاه، وقال أبو ذر قال رسول الله صلى الله عليه وسلم ما من إنسان أو قال أحد ترك صفراء أو بيضاء إلا كوى بها
tahqiqতাহকীক:তাহকীক চলমান