মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
হাদীস নং: ৪৪
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
লাল রংয়ের কাপড় পরার বিধান।
৪৪। আলী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে স্বর্ণের আংটি, লাল বর্ণের পোষাক এবং রুকু' ও সাজদা অবস্থায় তিলাওয়াত করতে নিষেধ করেছেন।
(হাদীসটি সালাত অধ্যায়ে বর্ণিত হয়েছে।)
(হাদীসটি সালাত অধ্যায়ে বর্ণিত হয়েছে।)
كتاب اللباس والزنية
باب ما جاء في الأحمر
44- عن علي رضي الله عنه قال نهاني رسول الله صلى الله عليه وسلم عن خاتم الذهب وعن لبس الحمرة وعن القراءة في الركوع والسجود.