মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ৪০
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
কমলা রংয়ের পোশাক পুরুষদের জন্য নিষিদ্ধ এবং লাল রংয়ের পোশাক পরার বিধান।
৪০। আব্দুল্লাহ আলী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে উসফুর ঘাস দ্বারা রঞ্জিত কাপড় পরতে এবং স্বর্ণের আংটি ব্যবহার করতে নিষেধ করেছেন। আমি বলি না যে, তিনি তোমাদেরকে এগুলো হতে নিষেধ করেছেন।
(মুসলিম ও ইমামত্রয়)
كتاب اللباس والزنية
باب نهى الرجال عن المعصفر وما جاء في الأحمر
40- عن علي رضي الله عنه قال نهاني رسول الله صلى الله عليه وسلم ولا أقول نهاكم عن المعصفر والتخم بالذهب
tahqiqতাহকীক:তাহকীক চলমান