মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
হাদীস নং: ৩৬
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
কমলা রংয়ের পোশাক পুরুষদের জন্য নিষিদ্ধ এবং লাল রংয়ের পোশাক পরার বিধান।
৩৬। আবদুল্লাহ ইবন 'আমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) আমার গায়ে দু'টি কমলা রংয়ের কাপড় দেখে বললেন, এটা কাফিরদের পোষাক। তুমি তা পরিধান করো না। (অন্য বর্ণনায়: তিনি বললেন, এটা পরিত্যাগ কর। কেননা, এটা কাফিরদের পোষাক।
(মুসলিম, নাসাঈ, তায়ালিসী)
(মুসলিম, নাসাঈ, তায়ালিসী)
كتاب اللباس والزنية
باب نهى الرجال عن المعصفر وما جاء في الأحمر
36- عن عبد الله بن عمرو أن رسول الله صلى الله عليه وسلم رأي علي وبين معصفرين قال هذه ثياب الكفار لا تلبسها وفي لفظ قال ألقها فإنها ثياب الكفار