মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
হাদীস নং: ২৫
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
পাগড়ী, সেলোয়ার এবং ইয়ামানী পোশাক
২৫। আমাকে হাদীস বর্ণনা করেছেন হুশায়ম (র) তিনি বলেন, আমাকে ইউনুস (র) থেকে সংবাদ দিয়েছেন যে, একদা উমর ইবন খাত্তাব (রা) তামাত্তু' হজ্জ নিষেধ করার ইচ্ছা করেছিলেন তখন উবাই (রা) তাকে বললেন এটা আপানি করতে পারবেন না। কেননা রাসূলুল্লাহ (ﷺ) -এর সঙ্গে আমরা তামাত্তু হজ্জ করেছি। কিন্তু তিনি আমাদেরকে এটা হতে নিষেধ করেন নি। তখন উমর (রা) তা থেকে বিরত থাকেন। এবং তিনি ইয়ামানী চাদর পরতে নিষেধ করতে ইচ্ছা করেছিলেন। কেননা, এটাকে পেশাবে ভিজানো হয়। তখন উবাই (রা) তাঁকে বললেন, এটাও আপনি করতে পারবেন না। কেননা, নবী এটা পরিধান করেছেন এবং আমরাও তাঁর যুগে পরিধান করেছি।
(হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ বর্ণনা করেছেন। এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। তবে উমর (রা) হতে হাসান (র)-এর শ্রবণ প্রমাণিত নেই।)
(হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ বর্ণনা করেছেন। এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। তবে উমর (রা) হতে হাসান (র)-এর শ্রবণ প্রমাণিত নেই।)
كتاب اللباس والزنية
ما جاء في العمامة والسراويل وحلل الحبرة
25- حدثنا هشيم أنبأنا يونس عن الحسن أن عمر بن الخطاب رضي الله عنه أراد أن ينهى عن متعة الحج فقال له أبي يعني ابن كعب ليس ذاك لك قد تمتعنا مع رسول الله صلى الله عليه وسلم ولم ينهنا عن ذلك، فأضرب عن ذلك عمر وأراد أن ينهى عن حلل الحبرة لأنها تصبغ بالبول فقال له أبي ليس ذلك لك قد لبسها النبي صلى الله عليه وسلم ولبسناهن في عهده
বর্ণনাকারী: