মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
হাদীস নং: ২৩
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
পাগড়ী, সেলোয়ার এবং ইয়ামানী পোশাক
২৩। সুওয়ায়দ ইবন কায়স (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি এবং মাখরামা আবদী (রা) দু'জন মিলে হাজার নামক স্থান হতে (ব্যবসার উদ্দেশ্যে) কিছু কাপড় নিয়ে (মক্কায়) আসলাম। রাসূলুল্লাহ (ﷺ) আমাদের নিকট এসে একটি পায়জামা খরিদ করতে চাইলেন। সে সময় আমাদের নিকট কিছুলোক পারিশ্রমিকের বিনিময়ে পরিমাপের কাজ করছিল। তিনি এক পরিমাপকারীকে বললেন, (মূল্য) পরিমাপ কর এবং পাল্লা কিছুটা ঝুঁকিয়ে দাও।
(মুনযিরী (র) বলেছেন, ইহা মুসলিম ও ইমামচতুষ্ঠয় বর্ণনা করেছেন।)
(মুনযিরী (র) বলেছেন, ইহা মুসলিম ও ইমামচতুষ্ঠয় বর্ণনা করেছেন।)
كتاب اللباس والزنية
ما جاء في العمامة والسراويل وحلل الحبرة
23- عن سويد بن قيس قال جلبت أنا ومخرمة العبدي رضي الله عنه ثيابا من هجر قال فأتانا رسول الله صلى الله عليه وسلم فساومنا في سراويل وعندنا وزانون يزنون بالأجر فقال للوزان زن وأرجح
বর্ণনাকারী: