মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং:
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
পরিচ্ছন্নতা, উত্তম পোশাক দ্বারা আল্লাহর নিয়ামত প্রকাশ করা এবং যে সব পোশাক পরা মুস্তাহাব।
৪। আবু রাজা উতারিদী (র) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা ইমরান ইবন হুসায়ন (রা) বের হলেন। সে সময় তার গায়ে রেশমের নকশাযুক্ত কাপড় ছিল। যা আমরা ইতিপূর্বে কোন সময় তার গায়ে দেখি নি এবং পরেও দেখি নি। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ তা'আলা যাকে কোন নিয়ামত দান করেন (সে যেন তার নিয়ামতের নিদর্শন প্রকাশ করে।) কেননা, আল্লাহ তা'আলা তার মাখলুকের ওপর (অন্য শব্দে। তার বান্দার ওপর) স্বীয় নিয়ামতের নিদর্শন দেখতে পছন্দ করেন।
(হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ ও তাবারানী বর্ণনা করেছেন। আহমাদ- এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।
অন্য বর্ণনায়, সামুরা ইবন জুনদুব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা সাদা কাপড় পরিধান কর এবং তোমাদের মৃতদেরকে এর দ্বারা কাফন দাও।
হাদীসটি জানাযা অধ্যায়ে বর্ণিত হয়েছে।)
كتاب اللباس والزنية
باب ما جاء في النظافة وإظهار نعمة الله باللباس الحسن وما يستحب لبسه
4- عن أبي رجاء العطاردي قال خرج علينا عمران بن حصين وعليه مطرف من خز لم نره عليه قبل ذلك ولا بعده، فقال أن رسول الله صلى الله عليه وسلم قال من أنعم الله عز وجل عليه نعمة فإن الله عز وجل يحب أن يرى أثر نعمته على خلقه وفي لفظ على عبده عن سمرة ابن جندب قال قال رسول الله صلى الله عليه وسلم البسوا من ثيابكم البياض وكفنوا فيها موتاكم

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীছটিতে জীবিতদেরকে সাদা পোশাক পরতে উৎসাহ দেওয়া হয়েছে এবং মৃতদেরকে সাদা কাপড় দিয়ে কাফন দিতে বলা হয়েছে। এর কারণ বলা হয়েছে যে, সাদা কাপড়ই উৎকৃষ্ট। সম্ভবত সাদা পোশাক মানুষের স্বভাব-প্রকৃতির সঙ্গে সঙ্গতিপূর্ণ। তাই দেখা যায় সব কালেই মানুষ পোশাকের ক্ষেত্রে অন্যান্য রঙের উপর সাদা রংকে প্রাধান্য দিয়েছে। অনুষ্ঠানাদিতে অংশগ্রহণের ক্ষেত্রে মানুষ সাধারণত সাদা পোশাককেই বেছে নেয়। ইসলাম স্বভাবধর্ম। তার প্রতিটি শিক্ষা স্বভাব-প্রকৃতির অনুকূল। সে কারণেই হয়তো পোশাকের বেলায় সাদা রংকে প্রাধান্য দেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সাদা রং পসন্দ করতেন। তিনি সাদা রঙের পোশাক পরেছেনও। ফিরিশতাদের বেলায়ও সাদা রঙের প্রাধান্য লক্ষ করা যায়। 'হাদীছু জিবরীল' নামক প্রসিদ্ধ হাদীছে হযরত জিবরীল আলাইহিস সালামের আগমন সম্পর্কে বলা হয়েছে-
إِذْ طَلَعَ عَلَيْنَا رَجُلٌ شَدِيدُ بَيَاضِ الثِّيَابِ
'হঠাৎ আমাদের সামনে ধবধবে সাদা পোশাক পরিহিত এক ব্যক্তির অভ্যুদয় ঘটল।" ( সহীহ মুসলিম: ৮: সুনানে আবু দাউদ: ৪৬৯৫; জামে' তিরমিযী: ২৬১০; সুনানে নাসাঈ: ৪৯৯০; সুনানে ইবন মাজাহ: ৬৩; মুসনাদে আহমাদ ৩৬৬; মুসান্নাফে ইবন আবী শায়বা ৩৭৫৫৮; সহীহ ইবনে খুযায়মা: ২৫০৪; সহীহ ইবনে হিব্বান: ১৬৮; বায়হাকী, আস সুনানুল কুবরা: ৮৬১০)

উহুদের যুদ্ধে ফিরিশতাদের উপস্থিতি সম্পর্কে হযরত সা'দ ইবন আবী ওয়াক্কাস রাযি. বর্ণনা করেন-
«رأيت بشمال النبي صلى الله عليه وسلم ويمينه رجلين، عليهما ثياب بيض يوم أحد، ما رأيتهما قبل ولا بعد»
'আমি উহুদের যুদ্ধের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান ও বামদিকে সাদা কাপড় পরিহিত দুই ব্যক্তিকে দেখলাম। তাদেরকে এর আগেও দেখিনি, পরেও নয়। অর্থাৎ তারা ছিলেন ফিরিশতা।
( সহীহ বুখারী: ৫৮২৬; সহীহ মুসলিম: ২৩০৬; মুসনাদে আহমাদ : ১৫৩০; মুসান্নাফে ইবন আবী শায়বা: ৩২১৫৩; সহীহ ইবনে হিব্বান: ৬৯৮৭; মুসনাদুল বাযযার: ১২৩৮ )

হাদীছে সাদা পোশাককে পবিত্রতম বলা হয়েছে। এর কারণ সাদা কাপড়ে অল্প ময়লা লাগলেও তা দেখা যায়। ফলে তা পরিষ্কার করা হয়। রঙিন কাপড়ে ময়লা সহজে দেখা যায় না। তাই তা পরিষ্কার করার প্রতি সাদা কাপড়ের মতো অতটা গুরুত্ব দেওয়া হয় না। এ কারণেই সাদা কাপড় পরার প্রতি বিশেষভাবে উৎসাহ দেওয়া হয়েছে। এর দ্বারা ইসলামে পবিত্রতা ও পরিচ্ছন্নতার গুরুত্ব কত বেশি তা উপলব্ধি করা যায়।

হাদীস থেকে শিক্ষণীয়ঃ

ইসলামে সাদা পোশাক বেশি পসন্দনীয়। তাই বিশেষ সমস্যা না থাকলে অন্যান্য রঙের উপর সাদা রঙের পোশাককে প্রাধান্য দেওয়া উচিত।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান