হাদীসে কুদসী

কিতাবের হাদীস সমূহ

হাদীস নং: ১৯
কিতাবের হাদীস সমূহ
১৯। হযরত ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেন, মহান আল্লাহ তাআলা বলেন, কোন ব্যক্তির একথা বলা উচিৎ হবে না যে, আমি (নবী) ইউনুস ইবনে মাত্তার চেয়ে উত্তম। নবী (ﷺ) একথা বলতে গিয়ে ইউনুস (আলাইহিস সালাম)– এর পিতার নাম উল্লেখ করেছেন।
أحاديث الكتاب
19- عن ابْن عَبَّاسٍ رضي الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فيما يرويه عن ربه قَالَ " لاَ يَنْبَغِي لِعَبْدٍ أَنْ يَقُولَ أَنَا خَيْرٌ مِنْ يُونُسَ بْنِ مَتَّى ". وَنَسَبَهُ إِلَى أَبِيهِ.
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)