মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ২৯৮
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ : যায়নাব বিন্তে জাহাশের সাথে রাসূলুল্লাহ (ﷺ)-এর বিয়ে এবং পর্দার আয়াত নাযিল হওয়া
২৯৮. হুমায়দ সূত্রে আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) যায়নাব (রা) এর বিয়ে উপলক্ষে ওয়ালীমার আয়োজন করেছিলেন। তাতে তিনি মুসলমানগণকে তৃপ্তি সহকারে রুটি ও গোশত খাইয়েছেন। এরপর তিনি বিয়ের পর যা করেন সে নিয়মানুযায়ী সেখান থেকে বের হয়ে তাঁর অন্যান্য সহধর্মিনী মুমিন জননীদের নিকট গেলেন এবং তাঁদেরকে সালাম জানালেন তাঁদের জন্যে দু'আ করলেন। তাঁরা তাঁকে সালাম জানালেন এবং দু'আ করলেন। এরপর তিনি নিজ হুজরাতে ফিরে এলেন। দরজায় এসে দেখতে পেলেন যে, গৃহের একপাশে দুজন লোক তখনও গল্পগুজবে মশগুল হয়ে আছে।
রাসূলুল্লাহ (ﷺ) তাদেরকে দেখে সেখান থেকে ফিরে গেলেন। তারা যখন দেখল যে, রাসূলুল্লাহ (ﷺ) ফিরে গিয়েছেন তখন তারা অস্থির হয়ে অবিলম্বে সেখান থেকে বেরিয়ে গেল। আমার ঠিক জানা নেই যে, ওদের চলে যাবার বিষয়টি আমি তাঁকে জানিয়েছি নাকি অন্য কেউ জানিয়েছে। ওদের চলে যাবার বিষয় অবগত হয়ে রাসূলুল্লাহ (ﷺ) নিজ গৃহে ফিরে এলেন।
রাসূলুল্লাহ (ﷺ) তাদেরকে দেখে সেখান থেকে ফিরে গেলেন। তারা যখন দেখল যে, রাসূলুল্লাহ (ﷺ) ফিরে গিয়েছেন তখন তারা অস্থির হয়ে অবিলম্বে সেখান থেকে বেরিয়ে গেল। আমার ঠিক জানা নেই যে, ওদের চলে যাবার বিষয়টি আমি তাঁকে জানিয়েছি নাকি অন্য কেউ জানিয়েছে। ওদের চলে যাবার বিষয় অবগত হয়ে রাসূলুল্লাহ (ﷺ) নিজ গৃহে ফিরে এলেন।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء في زواجه - صلى الله عليه وسلم - بزينب بنت جحش رضي الله عنها ونزول آية الحجاب
عن حميد عن أنس (4) قال أولم رسول الله - صلى الله عليه وسلم - لزينب فأشبع المسلمين خبزا ولحما ثم خرج كما كان يصنع إذا تزوج فيأتي حجر أمهات المؤمنين فيسلم عليهن ويدعو لهن ويسلمن عليه ويدعون له، ثم رجع وأنا معه فلما انتهي إلي الباب إذا رجلان قد جري بينهما الحديث في ناحية البيت، فلما أبصرهما رسول الله - صلى الله عليه وسلم - انصرف، فلما رأي الرجلان النبي - صلى الله عليه وسلم - قد رجع وثبا فزعين فخرجا فلا أدري أنا أخبرته أو من أخبره فرجع النبي - صلى الله عليه وسلم
হাদীসের ব্যাখ্যা:
ওলীমা বলা হয় ওই দাওয়াতের অনুষ্ঠানকে, যা বিবাহের পর ছেলের বাড়িতে করা হয়ে থাকে। এটা করা সুন্নত। সামর্থ্য অনুযায়ী এটা করা উচিত। আর এটা যেহেতু সুন্নত, তখন করাও উচিত সুন্নতের মর্যাদা রক্ষা করে শরীআতবিরোধী কোনও কর্মকাণ্ড তাতে যুক্ত করা বাঞ্ছনীয় নয়। হযরত আব্দুর রহমান ইবন আওফ রাযি. বিবাহ করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁকে হুকুম করলেন أولم ولو بشاة “তুমি ওলীমা কর, যদিও একটি ছাগল দ্বারা হয়।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)