মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ১৯০
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: মুহাজির এবং আনসারগণের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন ও চুক্তি সম্পাদন
১৯০. হযরত আনাস ইবন মালিক (রা) হতে বর্ণিত, তিনি বলেছেন, মুহাজিরগণ বলেছিল ইয়া রাসূলুল্লাহ (ﷺ)! প্রাচুর্যে এত অধিক দানশীল এবং দারিদ্র্যে এত অধিক সমবেদনা জ্ঞাপনকারী কোন সম্প্রদায় তো আমরা দেখিনি। (যেমনটি দেখতে পাচ্ছি আনসারগণকে)। তারা আমাদেরকে শ্রমসাধ্য কাজগুলো থেকে অব্যাহতি দিচ্ছেন আর আনন্দঘন উৎসবে অংশীদার করছেন। আমরা আশংকা করছি যে, তাঁরা সবটুকু ছাওয়াব নিয়ে যাবেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, না, তা নয় তোমরা ওদের যে প্রশংসা ও সুনাম করছ আর তাদের জন্যে আল্লাহ্ তা'আলার নিকট দু'আ করছ তাতে তোমরা ছাওয়াব পাবে।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب جاء في المؤاخاة والمحالفة بين المهاجرين والأنصار
عن أنس بن مالك (1) قال قالت المهاجرون يا رسول الله ما رأينا مثل قوم قدمنا عليهم أحسن بذلا من كثير ولا أحسن مواساة في قليل، قد كفونا المؤنة وأشركونا في المهنأ (2) فقد خشينا أن يذهبوا بالأجر كله (3)، قال فقال رسول الله - صلى الله عليه وسلم - كلاما ما اثبتم عليهم به (4) ودعوتم الله عز وجل لهم