মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ১৮৮
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: মুহাজির এবং আনসারগণের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন ও চুক্তি সম্পাদন
১৮৮. হযরত আবদুর রহমান ইব্‌ন আওফ (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমি আমার চাচাদের সাথে নেতৃস্থানীয় উত্তম আরবদের মৈত্রী চুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। আমি তখন ছিলাম অল্পবয়সী বালক। ওই চুক্তি ভঙ্গের বিনিময়ে লাল লাল উষ্ট্রপাল গ্রহণে আমি স্বাচ্ছন্দ্যবোধ করব না। যুহরী (রহ.) বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন ইসলামে প্রাপ্ত পূর্ব সম্পাদিত মৈত্রী চুক্তিকে ইসলাম শক্তিশালী ও সুদৃঢ় করেছে, ইসলামে মৈত্রী চুক্তি নেই। রাসূলুল্লাহ (ﷺ) কুরায়শ ও আনসারদের মধ্যে বন্ধুত্ব স্থাপন করে দিয়েছেন।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب جاء في المؤاخاة والمحالفة بين المهاجرين والأنصار
عن عبد الرحمن بن عوف (2) عن النبي - صلى الله عليه وسلم - قال شهدت حلف المطيبين (3) مع عمومتي (4) وأنا غلام فما أحب ان لي حمر النعم وأني أنكئه (5) قال الزهري قال رسول الله - صلى الله عليه وسلم - لم يصب الاسلام حلفا إلا زاده شدة، ولا حلف في الاسلام وقد ألف رسول الله - صلى الله عليه وسلم - بين قريش والأنصار
tahqiqতাহকীক:তাহকীক চলমান